ফেনীতে কুড়িয়ে পাওয়া ১০ লক্ষ টাকার চেক ফেরত দিল পুলিশ
এম.রফিকুল ইসলাম: ফেনীতে কুড়িয়ে পাওয়া ১০ লক্ষ টাকার চেক ও মূল্যবান কাগজপত্রসহ ফেরত দিয়েছে পুলিশ। ফেনী শহর ফাঁড়ির অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় চেকের প্রকৃত মালিকের হাতে চেক ও কাগজপত্রাদি বুঝিয়ে দেন। পুলিশ জানায়, ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় রাস্তায় একটি ব্যাগ কুড়িয়ে পায় টহলরত পুলিশের একটি টিম। ব্যাগটি থানায় নিয়ে যাবার পর ব্যাগটিতে দশ লক্ষ টাকার একটি চেক ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়। তখন চেক ও কাগজপত্রের প্রকৃত মালিকের সন্ধানে নামে পুলিশ । খোঁজ খবর নিয়ে জানতে পারা যায় যে, কুড়িয়ে পাওয়া ব্যাগটির প্রকৃত মালিক ফেনীর মধুমালা মিষ্টি বিপনীর মালিক মো: আলমগীর। পরে বুধবার রাতে তার হাতে চেক ও কাগজপত্রসহ কুড়িয়ে পাওয়া ব্যাগটি হস্তান্তর করা হয়। চেক ও প্রয়োজনীয় কাগজপত্র ফেরত পেয়ে মো: আলমগীর হোসেন জানায়, সততার এমন দৃষ্টান্ত সচারচার দেখা যায় না। তিনি কর্তব্যরত পুলিশ সদস্য ও বিশেষ করে অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।